পশ্চিমবঙ্গের বাগুইআটির দেশবন্ধুনগরে একটি কালো রঙের ট্রলিব্যাগ থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি নালায় ফেলে রাখা ট্রলিব্যাগটি দেখতে পান। সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ব্যাগটি খুলে ভেতরে এক তরুণীর মৃতদেহ দেখতে পায়।
পুলিশ সূত্রে জানা গেছে, তরুণীর মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ওই তরুণীকে খুন করে অন্য কোথাও থেকে এখানে ফেলে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত তরুণীর পরিচয় মেলেনি।
পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
বাগুইআটির এ ঘটনাই উসকে দিয়েছে কুমোরটুলির ঘটনা।
গত মাসেই কুমোরটুলি এলাকায় ট্রলিব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় এক নারীর টুকরো টুকরো দেহ। এ ঘটনায় অভিযুক্ত মা-মেয়েকে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্থানীয়রা। পুলিশের তদন্তে উঠে আসে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই তাকে খুন করে তারা।
সূত্র : আনন্দবাজার